ঈদ আনন্দ ভাগাভাগি

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সুনামগঞ্জে বন্ু্লসভার বন্ধুরা দুটি দরিদ্র পরিবারকে সহায়ত দিয়েছেন। শহরতলির ইব্রাহিমপুর গ্রামে গিয়ে দুটি পরিবারের সদস্যদের হাতে নতুন শাড়ি, লুঙ্গি, শিশুদের জামা-কাপড়, চাল, ডাল, ময়দা, চিনি, তেল, দুধ, নুড্ল্স ও সেমাই তুলে দেন।সহায়তা পেয়ে ইব্রাহিমপুর গ্রামের সাহাবউদ্দিন কেঁদে ফেলেন। শারীরিকভাবে চলাফেরায় অক্ষম সাহাবউদ্দিন বলেন, ‘আমি নিজে চলাফেরা করতে পারি না, কাজ করতে পারি না, চার সন্তান নিয়ে অসহায় অবস্থায় আছি। শহর থেকে ছেলেমেয়েরা এসে সবাইকে নতুন কাপড় দিছে, চিনি-গুড় দিছে। তাদের জন্য প্রাণভরে দোয়া করছি।’ একই গ্রামের মঙ্গল মিয়ার পরিবারকেও এই সহায়তা দেওয়া হয়। এদিকে কিশোরগঞ্জ বন্ধুসভা পথশিশুদের জন্য ইফতারের আয়োজন করে। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা পথশিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করে। এতিমদের মধ্যে ইফতার ও রাতের খাবারের আয়োজন করে পটিয়া বন্ধুসভা। বাগেরহাট বন্ধুসভা কয়েকজন কিশোরীকে হাতে ঈদের পোশাক তুলে দেয়। দেওয়ান গিয়াস চৌধুরী