একটু সেমাই-পোলাও

‘বাবা, দেশের যে অবস্থা, ভাবছিলাম প্রতিদিন যা খাই ঈদের দিনও তাই খাইতে হবে। এখন তোমাদের পাঠানো টাকা দিয়ে ঈদের বাজার করে নাতিগুলারে নিয়ে একটু সেমাই–পোলাও খাইতে পারব।’ কথাগুলো সহমর্মিতার ঈদে ময়মনসিংহ বন্ধুসভার অর্থসহায়তা পাওয়া একজন অসহায় মানুষের।
প্রতিবছর রোজার ঈদে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রঙিন জামা বিতরণ করি। এ বছর ভেবেছিলাম হয়তো এই কর্মসূচি করতে পারব না। কিন্তু বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের পরামর্শে ঘরে থেকে নিজ এলাকার অসহায় মানুষের জন্য কিছু করতে পেরেছি, এতেই আনন্দ।
আমরা বেশ কয়েকটি অসহায় পরিবারকে ঈদের বাজার করার জন্য অর্থসহায়তা পৌঁছে দিয়েছি সাধ্যমতো। টাকা পাঠিয়েছি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
যেহেতু ঘরে থেকেই কাজ করেছি, তাই তাঁদের মুখের হাসিটা দেখতে পাইনি, কিন্তু হাসি অনুভব করে অনেক শান্তি পেয়েছি।

তৌফিকুল ইসলাম: যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা