ঈদের দিনে একটু ভালো খাবার

করোনাভাইরাসের কারণে চিন্তায় ছিলাম এবার আমরা রঙিন জামা বিতরণের মতো একটি ভালো কাজ করা থেকে বঞ্চিত হব কি না। ঠিক সে সময় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘সহমর্মিতার ঈদ’ নামে কর্মসূচির কথা জানতে পারি।
বিষয়টি নিয়ে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ভিডিও কনফারেন্সে এই কর্মসূচি কীভাবে সুন্দর ও নিরাপদভাবে বাস্তবায়ন করতে পারি সে বিষয়ে আলোচনা করি।
ঈদের আগের দিন পর্যন্ত বন্ধুরা যে যাঁর বাসা থেকে ২৮১টি পরিবারকে ৫০০ টাকা করে অর্থসহায়তা প্রদান করেন। উদ্দেশ্যে হলো আশপাশের অসহায় মানুষেরা যেন ঈদের দিনে একটু ভালো খাবার খেতে পারে।
বন্ধুদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। তাঁরা সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন। আবার বেশির ভাগ বন্ধুই শিক্ষার্থী কিন্তু তাঁরা যখন তাঁদের পরিবারকে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির কথা বুঝিয়ে বলেন তখন তাঁরাও অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন।

সিফাত আব্দুল্লাহ্: সভাপতি, জামালপুর বন্ধুসভা