ময়মনসিংহ বন্ধুসভার অনলাইন পাঠচক্রে 'একাত্তরের দিনগুলি'

১৫ জুন সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ বন্ধুসভা জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বইটি নিয়ে একটি অনলাইন পাঠচক্রের আয়োজন করে। ছবি: সংগৃহীত
১৫ জুন সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ বন্ধুসভা জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বইটি নিয়ে একটি অনলাইন পাঠচক্রের আয়োজন করে। ছবি: সংগৃহীত

১৫ জুন সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ বন্ধুসভা জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বইটি নিয়ে একটি অনলাইন পাঠচক্রের আয়োজন করে।

রতন বিশ্বাসের সঞ্চালনায় অনলাইন পাঠচক্রে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক সাহিদা সুলতানা, সাফীনুজ্জামান, বদরুন্নাহার লুনা, নাবিলা জামান ও সভাপতি আবুল বাশার।

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরাসহ আরও অনেকেই অনলাইন পাঠচক্রের লাইভটি উপভোগ করেন।

পাঠচক্র চলাকালে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ বন্ধুদের উৎসাহ দিয়ে এই বইয়ের রিভিউ আহ্বান করেছেন।

মো. আবুল বাশার: সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা।