বৃষ্টির গান

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে বর্ষা এল রে,
ভাবনারা আজ গোল বেঁধেছে মনের ঘরেতে।
মেঘলা আকাশ থমথমে ভাব ভাল্লাগে না কিছু,
মধুর মাসে ঝুলছে গাছে আম জাম আর লিচু।

আষাঢ় আসে বাদল নিয়ে শীতল করে ধরা,
তাপ অনলে পুড়ে ফসল কাটে পানির খরা।
ধানের খেতে পাটের খেতে চাষের হিড়িক পড়ে,
ট্যাংরা পুঁটি হর্ষে মাতে মন থাকে না ঘরে।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর ভেজে টিনের চাল,
মাঝি ভাইয়া যায় যে ছুটে তুলে নায়ের পাল।
আঁধার রাতে জোনাক জ্বলে ঝিঁঝিঁ ডাকে সুরে,
ব্যাঙের ডাকে সাড়া পড়ে মন ছুটে যায় দূরে।

ঝিলের জলে শাপলা ফোটে রূপের নেই যে শেষ,
কদম হাসে গাছের শাখে শোভা বাড়ায় বেশ।
টুপটুপাটুপ সাঁতার কাটে, পানকৌড়ি দেয় ডুব,
মেঘের ডাকে পেখম খুলে ময়ূর ডাকে খুব।