বাবা যেন দীর্ঘজীবী হয়

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আমার জীবনে বাবার সাথে কাটানো প্রতিটা দিনই একেকটা মূল্যবান স্মৃতি। বাবার ব্যস্ততার কারণে বাবার সাথে খুব কম সময় কাটিয়েছি। এই করোনার দিনগুলো মনের কুঠুরিতে সাজানো থাকবে আজীবন।

বাবা শব্দটি বলতে ও শুনতে এতই ভালো লাগে যে এর মাত্রাটা প্রকাশ করা বড্ড কঠিন। আমাদের জীবনের বেড়ে ওঠার অনেক কিছু বাবার কাছেই শেখা।

আমার মা–বাবা দুজনেই আমাকে খুব আদর-যত্নে লালন-পালন করে বড় করে তুলেছেন। শৈশবে আদর–যত্নে বুকে আগলে রেখেছেন। আমার যখন খারাপ সময় যায়, তখন আমার পাশে সবার আগে বাবাকে পাই।

আমার বাবা একজন আইনজীবী। আমরা থাকি ফেনীতে, তবে কাজের জন্য বাবা থাকেন নোয়াখালীতে। সময় পেলে ফেনী চলে আসেন।

আমি যখন ভাত খেতে চাই না, তখন বাবা আমাকে নিজের হাতে ভাত খাইয়ে দেন। কোথাও ঘুরতে যেতে মন চাইলে বাবাকে বলি, বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। যখন কথা শুনি না, তখন বাবা কঠোর শাসন করেন, তখন অনেক খারাপ লাগে। তারপর মনে হয়, না, বাবাতো ভালোর জন্যই সব বলেন।

আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তাঁকে আমি সব সময় প্রার্থনায় রাখি। বাবা যেন দীর্ঘজীবী হয়।