চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও স্থানীয় গ্রামবাসীসহ মোট ১৭৫ জনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও স্থানীয় গ্রামবাসীসহ মোট ১৭৫ জনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও স্থানীয় গ্রামবাসীসহ মোট ১৭৫ জনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় এসব হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যান বন্ধুরা। বিতরণের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কোল ক্ষুদ্র জাতিসত্তার গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইস মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য সোনিয়া খাতুন প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে করোনাভাইরাস সম্পর্কে দিকনির্দেশনামূলক কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি। তাঁরা সবাইকে নিরাপদ ও সচেতন থাকার ব্যাপারে অনুরোধ জানান। করোনা থেকে দূরে থাকতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলারও আহ্বান জানানো হয়।

হ্যান্ড স্যানিটাইজার বিতরণের জন্য চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি, সহসভাপতি ওজিফা খাতুন ও সাংগঠনিক সম্পাদক, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর অর্থসহায়তা দেন।

এরপর বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের দ্বিতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষকেরাও।

কার্তিক কোল টুডু বলেন, ‘হামরা অশিক্ষিত মানুষ। জীবাণু বা করোনাভাইরাস সম্পর্কে অতশত বুঝি না। শিক্ষকরাই এর আগে হামাদেরকে এ সম্পর্কে কহ্যাছিল। সচেতন কর‌্যাছিল। আইজ পরথম আলো বন্ধুসভার কাছ থাইক্যা এইটা পাইলাম। ওরা বুঝাইয়া দিল, কীভাবে ব্যবহার করতে হবে। এইট্যা পাইয়্যা ও বুইঝ্যা খুব ভালো হোইলো। ধন্যবাদ বন্ধুসভাকে।’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও স্থানীয় গ্রামবাসীসহ মোট ১৭৫ জনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও স্থানীয় গ্রামবাসীসহ মোট ১৭৫ জনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

দশম শ্রেণির শিক্ষার্থী সিমতি কোল টুডু বলেন, ‘হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার সম্পর্কে শিক্ষকেরা আমাদের অবহিত করেছেন। আগেই করোনাভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য সচেতন করেছেন। কিন্তু আমাদের এ এলাকা প্রত্যন্ত হওয়ায় ও আমাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে হ্যান্ড স্যানিটাইজার কিনে ব্যবহার করা সম্ভব হয় না। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে এ উপহার পেয়ে খুবই ভালো লাগছে। শুধু এবারই নয়, বরাবরই বন্ধুসভা থেকে আমাদের এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করা হয়। এ জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ।’

সাঈদ মাহমুদ: সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা