গানে গানে প্রাণের কথা

‘গান যেন আজকাল একটা দেখার বিষয়, শোনার বিষয় আর নেই।’ শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া আক্ষেপের সুরেই কথাগুলো বলেছিলেন শ্রেয়সী রায় আর বিশ্বজিৎ বড়ুয়ার সংগীত সন্ধ্যায়। সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের এই আয়োজন শেষে তাঁর এমন আক্ষেপ আর থাকেনি। কারণ, গুণী এই দুই শিল্পী বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে প্রাণভরে গান শুনিয়েছেন। ‘গানে গানে প্রাণের কথা’ শিরোনামের অনুষ্ঠানটি শুরু হয় রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়সী রায়ের গান দিয়ে। শ্রেয়সী প্রথমেই গাইলেন ‘সন্ধ্যা হলো গো ও মা’ তারপর গাইলেন, ‘আমার মাথা নত করে দাও গো তোমার’। এর পরেই সঞ্চালক আয়েশা হক ঘোষণা করলেন বিশ্বজিৎ বড়ুয়ার নাম। তিনি শুরু করলেন দেশের গান দিয়ে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’। তারপর গাইলেন নজরুলসংগীত ‘মোর প্রিয়া হবে এসো রানী’। দুজন শিল্পী পালা করে গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করলেন। রবীন্দ্রসংগীত ছাড়াও অতুল প্রাসাদ ও দ্বিজেন্দ্র লাল রায়ের গানসহ শ্রেয়সী গাইলেন নয়টি গান। বিশ্বজিৎ নজরুলসংগীতের ফাঁকে ফাঁকে জনপ্রিয় আধুনিক গানসহ আটটি গান গেয়েছেন। শুদ্ধ গানের চর্চায় দুজন শিল্পীই যে নিবেদিতপ্রাণ তা শ্রোতারা উপলব্ধি করেছেন দুই ঘণ্টার এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের এক ফাঁকে ছোট্ট একটি সম্মাননা পর্ব সেরেছেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। দুই শিল্পী ও সঞ্চালক ছাড়াও পৃষ্ঠপোষক মিজানুর রহমান মজুমদারকে পোর্ট্রেটের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। রূপম চক্রবর্তী বললেন, এত দিন পোর্ট্রেট শুধু প্রতিভার সন্ধান করেছে, এবার প্রতিভাকে সম্মান জানানোর জন্য এই আয়োজন। এ সময় প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান এবং শিল্পী হাসিনা জাকারিয়া শুভেচ্ছা বক্তব্য দেন। আড়ম্বরহীন কিন্তু আন্তরিক এই সংগীতসন্ধ্যাটির কথা সংগীতপিপাসুদের অনেক দিন মনে থাকবে। হেমন্তের নাট্যমেলা কাল শুরুহেমন্তকাল উপলক্ষে ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ ৩ ডিসেম্বর (১৯ অগ্রহায়ণ) থেকে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ছয় দিনব্যাপী নাট্য মেলার আয়োজন করেছে। নাট্যহৈমন্তিকা শিরোনামের এই মেলা উদ্বোধন করবেন ভারতের নাট্য গবেষক পশ্চিমবঙ্গের নাট্য একাডেমি পত্রিকার সাবেক সম্পাদক নৃপেন্দ্র সাহা। সাত দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চনাটক ছাড়াও থাকবে হেমন্তের গান, কবিতা, নৃত্যানুষ্ঠান ও আলোচনা। ৬ ডিসেম্বর সাড়ে ছয়টায় তির্যক নাট্যদল পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত রক্তকরবী। দ্বিতীয় দিন মঙ্গলবার থাকবে প্রমা আবৃত্তি সংগঠনের শ্রুতিনাটক সোজন বাদিয়ার ঘাট। বুধবার থাকবে লোক থিয়েটারের সময়ের প্রয়োজনে। বৃহস্পতিবার নান্দিকার পরিবেশন করবে কোর্ট মার্শাল। শুক্রবার টিআইসি পরিবেশন করবে সোয়াত। শনিবার মঞ্চমুকুট নাট্যসমপ্রদায় পরিবেশন করবে নাটক বিয়ে। রোববার থাকবে কথক নাট্যসমপ্রদায়ের অতি সাধারণ চিকিৎসক।