একগুচ্ছ কদম

প্রতীকী ছবি। অলংকরণ: মাসুক হেলাল
প্রতীকী ছবি। অলংকরণ: মাসুক হেলাল

এই বর্ষায় একগুচ্ছ কদমের বড্ড অভাব
চুপিসারে এসে যদি একগুচ্ছ কদম দিয়ে যেতে
আমি অবহেলা করতাম না,
খুব যত্ন করে রেখে দিতাম জানালার পাশে।
জানো, এই বর্ষাস্নাত দিনে রিমঝিম বৃষ্টির সাথে
কদম ফুলের ঘ্রাণে যখন ঘর ভরে ওঠে,
তখন নিজেকে বড্ড বেশি অসহায় মনে হয়
মনে হয়, দৌড়ে যাই সেই কদমগাছের নিচে,
কিন্তু আমার শহরে তো কোনো কদমগাছ নেই।
অনেক দিন হলো কদম ফুল দেখা হয়নি
ছোঁয়াও হয়নি তাকে,
শুধু রাতের বেলা কোথা থেকে যেন
কদম ফুলের ঘ্রাণ ভেসে আসে,
আমি উন্মাদের মতো ছুটে চলি
একগুচ্ছ কদমের খোঁজে।

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]