চট্টগ্রাম বন্ধুসভার 'বাদল দিনের প্রথম কদম ফুল'

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কয়েকজন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কয়েকজন। ছবি: সংগৃহীত

৪ জুলাই চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ শিরোনামে বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় কথামালায় অংশ নেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদা, সহসভাপতি শিহাব জিসান, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইব্রাহিম তানভীর প্রমুখ।

বর্ষা নিয়ে বাংলা সাহিত্যের বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন ফাহিম উদ্দিন, অনুপম শীল, মৌসুমী চক্রবর্তী, সন্দীপন সেন, মৌ দত্ত, এ এস এম এরফান ও বেনজীর বিনতে শওকত।

বর্ষার গান পরিবেশন করেন হুমায়রা নওশীন, তনুশ্রী মজুমদার ও উৎপল মল্লিক। ফয়সাল হাওলাদারের ব্যতিক্রমী জাদু পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

চট্টগ্রাম বন্ধুসভার আমন্ত্রণে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস ও উচ্চারক আবৃত্তিকুঞ্জের শিল্পীরা এই বর্ষাবরণের আয়োজনে অংশ নেন।

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]