আমি যদি পাখি হতাম

প্রতীকী ছবি। অলংকরণ মাসুক হেলাল।
প্রতীকী ছবি। অলংকরণ মাসুক হেলাল।

আমি যদি অরণ্যের পাখি হতাম
ভব মায়াখাঁচা ভেঙে উড়ে যেতাম।
মানবজীবন বড়ই দুঃখ-কষ্টে ভরা
পাখিরা নয় আমাদের মতো ছন্নছাড়া।

মানুষের মতোন পাখিরা নয় ক্রূরমতি
ধনসম্পত্তি নিয়ে করে না মাতামাতি।
পাখিদের নেই আধিপত্যের মনোভাব
নেইকো তাদের ঈর্ষা-বিদ্বেষের স্বভাব।

পাখিদের মধ্যে নেই রক্তাক্ত নির্মম যুদ্ধ
কভু করে না তারা অপরের পথ রুদ্ধ।
তারা করে না ঘৃণ্য অন্যায়-অত্যাচার
জানে নাকো ধর্ষণ, নিপীড়ন, ব্যভিচার!

পাখিদের নেই প্রেম-বিরহের তীব্র জ্বালা
করিতে জানে না তারা তুচ্ছ-অবহেলা।
তারা থাকে সকলে মিলেমিশে একাকার
বৈষম্য নেই হেথা সবে সমান অধিকার।

পাখিদের নেই ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা
নীল আকাশে উড়ে বেড়ায় নিয়ে একতা।
তাই আমার সুপ্ত হৃদয়ের সরল ইচ্ছা
মানুষ নয় যদি পাখি হয়েই যেত বাঁচা।

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]