বৃষ্টি ও দাদা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বৃষ্টি এলে, ছাতা মেলে
যায় হাঁটে যায় দাদা
পান চিবিয়ে, ঠোঁট রাঙিয়ে
শোনায় গল্প ধাঁধা।

দাদা একটু রসিক বটে
মনটা ভারী সাদা
বায়ুর তোড়ে ছাতা ওড়ে
গায়ে লাগে কাদা।

হোঁচট খেয়ে কাদায় পড়ে
পান পড়ে যায় জলে
বৃষ্টি ছন্দে কাদার গন্ধে
আবোল-তাবোল বলে।

পা ভেঙে যায়, খুব ব্যথা পায়
গা পুড়ে যায় জ্বরে
ন্যাংড়া দাদা, হাটে যাবা
এখন কেমন করে?

লোকপ্রশাসন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]