বর্ষার ফুল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বর্ষায় ফোটে হরেক রকম
হরেক জাতের ফুল।
ঘ্রাণে ঘ্রাণে মন ভরে যায়
ফোটে মিষ্টি বকুল।

বিলের জলে শাপলা ফোটে
গাছের ডালে কদম।
বাতাসে কামিনী সুবাস
ফেলি সুখের দম।

ঝিঙে, কুমড়া, আরও রঙ্গন
ফোটে চন্দ্রপ্রভা।
শিয়ালকাঁটা, ফণীমনসা
নানা ফুলের সভা।

দোলনচাঁপার মিষ্টি সুবাস
আরও আছে কেয়া।
বর্ষাফুলের ঘ্রাণে ঘ্রাণে
জুড়িয়ে যায় হিয়া।

বাংলা বিভাগ, তেজগাঁও কলেজ

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]