সুনামগঞ্জের বন্যার্ত মানুষদের ত্রাণ দিল বন্ধুসভা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে বন্ধুসভা। গতকাল দুপুরে জেলা সদরের ঐতিহ্য জাদুঘর এলাকায়।  ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে বন্ধুসভা। গতকাল দুপুরে জেলা সদরের ঐতিহ্য জাদুঘর এলাকায়। ছবি: প্রথম আলো

ফাতেমা বেগমের (৫৫) ঘরে এখন দ্বিতীয় দফা ঢলের পানি। খাওয়া, ঘুম সেখানেই। কিন্তু খাবেন কী? নিজে কোনো কাজ পাচ্ছেন না, স্বামী অসুস্থ। ভাতের কষ্টে দিন কাটছে তাঁদের।

সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের বানভাসি ফাতেমা বেগম গতকাল সোমবার এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা নিতে। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ত্রাণের অপেক্ষায় সারিতে বসে আছেন। বিপর্যস্ত শরীর, চোখেমুখে হতাশা। ত্রাণ পেয়ে তিনি বলেন, ‘ঘরও দুইবার বইন্যার পানি ঢুকছে। ঘুমানি, খানি নিয়া বড় কষ্টে আছি। কার কাছে যাইমু, অখলই বিপদও। তাইন (স্বামী) অসুস্থ মানুষ। আমারও কোনো খামকাজ নাই। ধারদেনা খইরা চলরাম। আজকু তোমরারা সাহায্য পাইয়া বড় খুশি অইছি। কয়টা দিন ত খাইতাম পারমু।’

গতকাল সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ বন্যার্ত নারী-পুরুষ প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা পেয়েছেন। গতকাল সোমবার জেলা সদরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, লবণ, তেল ও সাবান। এর আগে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ৯ জুলাই জেলার দোয়ারাবাজার উপজেলায় ১০০ বন্যার্ত নারী-পুরুষকে সহায়তা প্রদান করা হয়েছে।

ডলুরা গ্রামের রিকশাচালক ফরিদ মিয়া (৬০) বলেন, ‘রাস্তাঘাটও পানি। আমি বুড়া মানুষ। পানির মাঝে রিকশা টানতাম পারি না, বড় কষ্ট অয়।’

সুনামগঞ্জ এখন দ্বিতীয় দফা বন্যাকবলিত। মানুষের বাড়িঘর, রাস্তাঘাটে পানি। অনেক মানুষ পানিবন্দী। এ অবস্থায় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শহর ও শহরতলিতে খোঁজ করে বন্যার্ত পরিবারের তালিকা করেন। পরে গতকাল তাদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণসহায়তা। এ সময় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি কানিজ সুলতানা, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর : ২০৭ ২০০ ১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।