আমাকে খুঁজো না

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

শ্রাবণ, তুমি আমায় খুঁজো না
আমি মরীচিকা, আমি পিপাসিত উন্মাদিনী প্রেমিকা
মায়াবী প্রেমের বৃষ্টিস্নাত সুখের আশায়
এ কূল-ও কূল ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছি।
না পাওয়ার বেদনায়, মরুভূমি হয়েছে হৃদয়।

তুমি আমার কাছে এসো না
আমার অজানা ভবিষ্যৎ
আমি গন্তব্যহীন পথের যাত্রী
একদিন যে ধূসর ছায়া দেখেছিলে
আমার পৃথিবীর পাদদেশে দাঁড়িয়ে
তাকে হারিয়ে ফেলেছি
একা নিঃসঙ্গতায় নষ্ট হয়ে গেছি।

তুমি আমাকে ভালোবেসো না
আমার পৃথিবীর দুঃস্বপ্ন তলে, চোখের জল বাষ্প হয়
আকাশের নীলের সাথে বেদনার নীলের মিলন হয়
আমি মিথ্যা মায়ার অন্তরালে নষ্ট হয়ে গেছি।

তুমি আমাকে স্পর্শ কোরো না
ভালোবাসার অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে
আমি অ-স্পর্শিয়া হয়ে গেছি।
আমি নষ্ট হয়ে গেছি
আমাকে নষ্ট করে দিয়েছে
প্লিজ আমাকে ছুঁয়ো না
আমি ভুল মানুষটার সিগারেটের ফিলটার হয়ে
মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় আছি।
অপেক্ষায় আছি বর্ষণের, যেমন চাতক থাকে
শেষ শ্রাবণের বৃষ্টিতে মুক্তি পেতে চাই
তুমি আমাকে খুঁজো না।

জাহানুর রহমান খোকন: সভাপতি, কুড়িগ্রাম বন্ধুসভা

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]