বর্ষার ছোঁয়াতে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঝরে বৃষ্টি, নাচে পদ্ম
শাপলা ফোটে ওই বিলের মাঝে
মেঘলা দেখে ডাকে ডাহুকেরা
বসে ওই ঝোপের আড়ালে।

ডালের ডগায় কদম ফুল
বৃষ্টির তালে মাথা দোলায়
ভুঁইচাপা আর রঙিন রঙ্গন
তার সাথে যে তাল মেলায়।

কেওড়া, কেয়া, কেন্দার আর কামিনী
সকলেই আসে বৃষ্টিতে ভিজে
গন্ধরাজ আর রজনীগন্ধা
তারাও যে এসেছে সুবাস ছড়ায়ে।

সৌরভ ছড়ায় বেলি ও বকুল
যূথী আর মালতি কম কিসে
চালতা আর টগর সখ্য জোড়ে
স্বর্ণচাঁপার অনুপম সৌরভে।

সবুজ বৃক্ষ, আরও সবুজ হয়
বর্ষার বৃষ্টি মেখে
নিকুঞ্জ কানন সাজিলে বুঝি
বর্ষার ছোঁয়াতে।

আশরাফুল গনি: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]