জীবন বাঁচাতে সবুজের সাথে

‘জীবন বাঁচাতে সবুজের সাথে’ প্রতিপাদ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে প্রথম আলো বন্ধুসভা। এই কর্মসূচিতে অংশ নেবেন সারাদেশের বন্ধুসভার বন্ধুরা। এ বছর করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় ও সংক্রমণ থেকে মুক্ত থাকতে বন্ধুরা শুধু নিজ বাড়ির আঙিনা, আশপাশ, ছাদ বা বারান্দার টব সবুজে রাঙাবে।

বন্ধুরা নিজেদের টাকায় এই চারা বা বীজ সংগ্রহ করবেন। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে একাজে অংশগ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো। আমরা এ বছর বৃক্ষরোপণ কর্মসূচী বাধ্যতামূলক করছি না। যাদের পক্ষে সম্ভব হবে তারাই শুধু অংশগ্রহণ করবেন। কর্মসূচি চলবে ২৫ জুলাই পর্যন্ত। বন্ধুরা আপনারা কোন বন্ধুসভা থেকে কতটি বৃক্ষরোপণ করলেন তা আমাদেরকে জানান গুগল ফরমের মাধ্যমে। বৃক্ষরোপণের ছবি পাঠান বন্ধুসভার ই-মেইলে।

গুগল ফরম: https://bit.ly/30695fX
ই-মেইল: [email protected]
যেকোন প্রয়োজনে কল করুন: ০১৯৫৫৫৫২০৮৮

সমন্বয়ক, বৃক্ষরোপণ কর্মসূচি
মোবাইল: ০১৮২৩ ০৭৫৪২৭