যদি ভোর না আসে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ডিপ্রেশান কি, তার অনুভূতি কেমন
কিছুই জানা নেই
তবে কিছু দুঃখ আছে, কিছু অপ্রাপ্তি আছে
নিতান্তই আপন, খুবই ব্যক্তিগত।
যা ক্রমাগত কাঁদাতে কাঁদাতে,
চোখ দুটো করেছে অশ্রুহীন।
ফলে মরে যাচ্ছে অদেখা মন,
জীবন হয়ে উঠছে মূল্যহীন।
ভয় নেই,
আমি থেমে যাচ্ছি না, থেমে যাব না।
কেন থেমে যাব?
প্রতিদিন সূর্য হারায়, রাত্রি আসে
পাখিরা ঘুমায়, জোনাকি হাসে
আর দুঃখ গেলেই সুখ আসে
তাই থেমে যাচ্ছি না, থেমে যাব না ।

নতুন ভোরের প্রত্যাশায়
দুঃখের সঙ্গে সংঘর্ষ করব।
তারপরও যদি ভোর না আসে
অন্ধকার না হারায়, প্রাপ্তির ঝুড়ি না ভরে
প্রতিদিনের সংঘর্ষে দুঃখ বন্ধু হয়ে উঠবে।
সৃষ্টি হবে নতুন একটা গল্প—
আমি যার নাম রাখব দুঃখবিলাস ।

সৌমেন্দ্র গোস্বামী: কেশবপুর, যশোর।

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]