বুলবুলির বিয়ে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।


পান খেয়ে ঠোঁট লাল করে
বলল এসে টিয়ে,
টোপর পরা বুলবুলিটার
কালই নাকি বিয়ে!

তাই না শুনে টুনটুনিটা
লেজ নাড়িয়ে নাচে,
কোকিল পাখি গান ধরেছে
মগডালে ঐ গাছে।

দাওয়াত পেয়ে মাছরাঙা
যেই না দিল হাসি,
ঠোঁটে রাখা পুঁটি মাছটা
জলে গেল ভাসি!

কবুতরগুলো ডানা মেলে
নাচে বাকবাকুম,
লক্ষ্মীপ্যাঁচাও ভীষণ খুশি
চোখেতে নেই ঘুম।

কত্ত রঙের ফুলের সাজে
সেজেছে মায়াবন,
উটপাখির কাঁধে পড়েছে
বিয়ের আয়োজন!

বিয়েবাড়িতে পাহারা দিচ্ছে
চিল-শালিক জোড়া,
ময়ূরী নাচে পেখম মেলে
লেজটা ফুলের তোড়া।

কাকেরা খুশিতে কা কা করে
ঘুঘু বিরহে কাঁদে,
বুলবুলিটা বউ সেজেছে
রং লেগেছে চাঁদে।

পলাশ, নরসিংদী

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]