বন্ধুসভার ভিডিওগ্রাফি কর্মশালা

ভিডিওগ্রাফি কর্মশালা

বিষয়: বেসিক অব মোবাইল ভিডিওগ্রাফি এবং স্টোরিটেলিং

প্রশিক্ষক: ড. জামিল খান, সহকারী অধ্যাপক, মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগ
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)

১২ আগস্ট ২০২০
বুধবার, রাত ৮:৩০ মিনিট

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে নিজের ভিডিওগ্রাফির দক্ষতা বাড়ান। দেশ সেরা শিক্ষকদের অভিজ্ঞতার আলোকে নিজের কৌতুহলী মনের সব প্রশ্নের উত্তর পাবেন। এখানেই শেষ নয়, কর্মশালার পরে রয়েছে প্রতিযোগিতাও। আকর্ষণীয় ভিডিও পাঠিয়ে জিতে নিন পুরস্কার। ভিডিও পাঠাতে বন্ধুসভার ফেসবুক পেজে চোখ রাখুন।

জুম অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে কর্মশালায় যোগ দিন:
Meeting ID: 873 1732 6158
Passcode: 123456
https://us02web.zoom.us/j/87317326158

*কর্মশালাটি বন্ধুসভার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে।

*এই উদ্যোগটি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সহযোগিতায় তৈরী ও উদ্যোগটির সকল তথ্য/বিষয়াদির দায়ভার ব্রেকথ্রু অ্যাকশন প্রকল্পের। এখানে প্রকাশিত মতামতের সাথে ইউএসএআইডি বা যুক্তরাষ্ট্র সরকারের মতামতের মিল নাও থাকতে পারে।