একটি করে রঙিন জামা

প্রতিবছর ঈদের সময় বেশ কিছু বন্ধুসভা অসহায় শিশুদের হাতে রঙিন জামা তুলে দেয়। ঈদের খুশি তারা ভাগাভাগি করে নেয় শিশুদের সঙ্গে। ফুটে ওঠে তাদের মুখে উজ্জ্বল হাসি। 

এবারের আয়োজনটি একটু ভিন্ন রকমের। এবার বন্ধুরা নিজ উদ্যোগে শিশুদের জন্য নতুন কাপড় সংগ্রহ করবেন। বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্যরা একটি করে জামা নিজ অর্থে কিনে দেবেন। কেউ চাইলে একাধিক জামাও দিতে পারেন। শুধু বন্ধুসভার কার্যকরী সদস্যরাই নন, যেকোনো বন্ধু এই কাজে শরিক হতে পারেন।
আমরা আগামী ১৪ জুন সারা দেশে একই দিনে এই কাপড় বিতরণ করব। বিতরণ শুরু হবে সকাল ১০টায়। আর শেষ হবে বিকেল ৪টায়। ইতিমধ্যে অনেক বন্ধুর সঙ্গে কথা হয়েছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা প্রস্তুতি নিতে শুরু করেছে এই উদ্যোগ সফল করার জন্য। আমরা এই উদ্যোগের নাম দিয়েছি ‘একটি করে রঙিন জামা’। আসুন বন্ধুরা সারা দেশের সবাই উদ্যোগটিকে সফল করে তুলি। বন্ধুসভার সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত নন, তাঁরা এককভাবেও এই কাজটি করতে পারেন।