আমাদের দায়িত্ববোধ ডেঙ্গু করি প্রতিরোধ

নওগাঁ বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি
নওগাঁ বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি


গত ৩১ জুলাই থেকে নওগাঁ বন্ধুসভা ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি শুরু করেছে। নওগাঁ তেঁতুলিয়া বি এম সি কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা সম্পর্কে নওগাঁ বন্ধুসভা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে (ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা নিধন, ডেঙ্গু জ্বরের সচেতনতা, সুস্থ স্বাস্থ্য) ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

নওগাঁ বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি
নওগাঁ বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কলেজের অধ্যক্ষ সিদ্দীকুর রহমান, উপসহকারী কমিনিউটি মেডিকেল অফিসার সানাম সাব্বির, নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ইব্রাহিম এবং ইসরাইল হোসাইন, পিয়ারলেস হাসপাতালের প্যাথলজিস্ট মারুফাসহ আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার অপু হাওলাদার, শিমুল হোসেন, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার বাঁধন ও সভাপতি সিদ্দিকুর রহমান।

সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা