চতুর্দশপদী

প্রতীকী ছবি।
অলংকরণ: বাবুল হোসাইন সোহাগ

আমাকে কবিতা দাও, বীণাপাণি, দয়া করো, দীনে

আমাকে উপেক্ষা করো, দুঃখ দাও, যেন আমি লিখি

লিথির বিষণ্ন জল, নীল দুঃখ, কালো চারুলিপি

আমাকে অভিজ্ঞ করো, প্রাজ্ঞ করো এই অর্বাচীনে

বেদনাবিহনে বলো, কে হতে পেরেছে কবে কবি

আমাকে অবজ্ঞা দাও, ব্যর্থ করো, পুড়ে করো ছাই

ছাইগুলো জড়ো করো, জলে ঢালো, হোক কবিতাই

জলের আখরে লেখা, ছাই হয়ে ভেসে যাওয়া ছবি।

সুখের বিড়াল ওমে, গাঢ় রোমে, শিল্পেরা উধাও

রোমে ও ভেনিসে, কিংবা বাসনা বিলাসে, পোড়ে মোম

প্রদীপের নিচে তবু অন্ধকার, বিপন্ন, বিষম

আমাকে দহন দাও, বৈদগ্ধে কয়লা করে দাও

কয়লা পাথর হবে, পাথর তাপে ও চাপে হীরা

পদতলে ধূলি করো, পদধূলি করুক নারীরা।