অনাদায়ি সুদ আয়ে দেখাতে পারবে না কোনো ব্যাংক

ছবি: সংগৃহীত

ব্যাংকগুলোর ঋণ আদায় না হওয়ায় খেলাপি হয়ে পড়ছে। আবার অনাদায়ি সেই ঋণ পুনঃ তফসিলও করা হচ্ছে। এসব ঋণের সুদ আদায় হচ্ছে না। কিন্তু কিছু ব্যাংক আদায় না হওয়া সুদ আয় খাতে নিয়ে বাড়তি মুনাফা দেখাচ্ছে। যাতে ব্যত্যয় হচ্ছে আর্থিক হিসাব বিবরণীর মান।

এ জন্য কেন্দ্রীয় ব্যাংক আজ বৃহস্পতিবার নতুন এক নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, পুনঃ তফসিলকৃত ঋণের বিপরীতে আরোপিত সুদ আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ব্যাংকগুলো ২০২১ সালের হিসাব বিবরণী প্রকাশ করতে শুরু করেছে। এতে যে আর্থিক চিত্র আসছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই। ঋণ আদায় নেই, এরপরও আয় বাড়িয়ে দেখাচ্ছে কিছু ব্যাংক। এ জন্য এই নির্দেশনা, যাতে অন্য ব্যাংকগুলো সতর্ক হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে কিছু ব্যাংক প্রকৃত আদায় ব্যতিরেকে পুনঃ তফসিলকৃত ঋণের আরোপিত সুদ আয় খাতে স্থানান্তর করছে। ফলে প্রকৃত অবস্থা অপেক্ষা ব্যাংকের আয় বেশি প্রদর্শিত হচ্ছে এবং ব্যাংকের মূলধন ভিত্তি দুর্বল হচ্ছে। এ ধরনের কার্যক্রম নির্দেশনার লঙ্ঘন এবং ব্যাংক খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার পরিপন্থী।

এর আগেও এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, পুনঃ তফসিলকৃত ঋণের বিপরীতে প্রকৃত আদায় ব্যতিরেকে আরোপিত সুদ ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। তবে অনেক ব্যাংক সেই নির্দেশনা মানছে না।