অর্থনৈতিক মন্দার জের ভারতে টানা ১১ মাস ধরে আমদানি-রপ্তানি দুটোই কমেছে

বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে গত সেপ্টেম্বর মাসেও ভারতে আমদানি এবং রপ্তানি দুটোই কমেছে। এ নিয়ে টানা ১১ মাস ধরে ভারতে আমদানি-রপ্তানি কমছে। সেপ্টেম্বর মাসে ভারতের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬০ কোটি ডলার। তবে অর্থনৈতিক বিশ্লেষকেরা রপ্তানি কমাকে সাময়িক বলে মন্তব্য করেছেন। তাঁরা মনে করেন, ভারত শিগগিরই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং এতে রপ্তানির পালে হাওয়া লাগবে।এদিকে বিশ্বব্যাপী তেলের মূল্য পড়ে যাওয়ায় ভারতে গত সেপ্টেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানিও কমেছে ৩১ দশমিক ৩ শতাংশ। সেপ্টেম্বর মাসে আমদানি হয়েছে দুই হাজার ১৩০ কোটি ডলারের পণ্য।