ইভ্যালির ৭টি গাড়ি বিক্রির নিলাম হবে কাল সকালে

প্রতীকী ছবি

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খোলা নিলামে বিক্রি করা হবে। নিলাম হবে ঢাকার ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে।

আজ বুধবার ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাহবুব কবীর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সরকারের একজন অতিরিক্ত সচিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের আগের এক নির্দেশনা অনুযায়ী হাইকোর্টেরই একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এই নিলাম অনুষ্ঠিত হবে। এ সময় ইভ্যালির কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ও পাওনাদারদের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

ইভ্যালি ডটকম লিমিটেডের নামে গাড়িগুলো নিবন্ধন করা। এগুলোর নিবন্ধন সনদ ও ট্যাক্স টোকেন ইভ্যালির বর্তমান পর্ষদের কাছে আছে বলে জানা গেছে।

৩ ফেব্রুয়ারি বিলাসবহুল ২ কোটি ৬৫ লাখ টাকা দামের রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয় বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশির ভাগ গাড়িই জিপ।

ইভ্যালিতে পণ্যের ক্রয়াদেশ দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের এক গ্রাহক গত বছরের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে একটি আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর একই বেঞ্চ ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন। ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করে দেন হাইকোর্ট।

ইভ্যালির এমডি মো. মাহবুব কবীর আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রথাগত পদ্ধতিতে নিলাম ডাকা হবে। যে কেউ এতে অংশ নিতে পারবেন।

গাড়ি বিক্রির টাকায় কী করা হবে, এমন প্রশ্নের জবাবে মাহবুব কবীর বলেন, ‘এ বিষয়ে আমাদের চেয়ারম্যান কথা বলবেন কাল।’
এদিকে ইভ্যালির গাড়ি এখনই নিলামে না তোলার আহ্বান জানিয়ে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সংসদ ৬ ফেব্রুয়ারি ইভ্যালি কার্যালয়ের সামনে মানববন্ধন এবং আজ বেলা তিনটায় কারওয়ান বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রতারণার অভিযোগে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা কারাগারে।