আবারও শুরু আইডিএলসি–প্রথম আলো এসএমই পুরস্কারের কার্যক্রম

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ বুধবার দুপুরে দ্বিতীয় আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও দুই আয়োজক প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম জামাল উদ্দিন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন।ছবি: প্রথম আলো

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে আবারও উদ্যোগ নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলো। যেসব এসএমই উদ্যোক্তা পরিশ্রম ও একাগ্রতা দিয়ে নিজের প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাঁদের সম্মানিত করতে দুই প্রতিষ্ঠান মিলে গত বছর আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার চালু করে।

চলতি বছর দ্বিতীয়বারের মতো এ পুরস্কারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে অভিজ্ঞ জুরিবোর্ড সেরা উদ্যোক্তাদের বেছে নেবে। এবার ছয়টি শ্রেণিতে এসএমই পুরস্কার দেওয়া হবে। সেগুলো হচ্ছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, উৎপাদনশিল্প খাত ও সেরা নারী উদ্যোক্তা।

রাজধানী ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ বুধবার দুপুরে দ্বিতীয় আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও দুই আয়োজক প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম জামাল উদ্দিন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেন, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২১ বিজয়ী ও বাইবিট লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, আইডিএলসি গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান আফরিন হুদা, এসএমই বিভাগের প্রধান আদনান রশীদ, ব্র্যান্ড বিভাগের প্রধান আহমদ নাজীব রহমান, সহকারী ব্যবস্থাপক মো. ফেরদৌসুল ইসলাম, ডিজিটাল কমিউনিকেশন্স ইন চার্জ খন্দকার নাগিব আনোয়ার, এমবিএ বাংলাদেশের ডিরেক্টর রাহাত সোহেল অনন্যা, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বলেন, পুরস্কারের একটা ইতিবাচক প্রভাব আছে। জাতীয় এসএমই পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের আমরা দেখেছি তারা স্বীকৃতি পাওয়ার পর আরও বড় কিছু করার উদ্যোগ নিয়েছেন। কাজের স্বীকৃতি পেলে উদ্যোক্তারা সবসময় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান। এসএমই উদ্যোক্তাদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়ায় প্রথম আলো ও আইডিএলসিকে ধন্যবাদ জানান তিনি।

আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার বর্তমানে প্রায় ৪০ হাজার কোটি মার্কিন ডলার। এটিকে আগামী দু-তিন বছরের মধ্যে ৬০ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব, যদি এসএমই খাতকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাঁদের সমস্যা ও সম্ভাবনাগুলো আমরা তুলে ধরতে চাই। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, মানুষের সাফল্যের খবরের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে পাঠকদের।’ এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, ওয়েবসাইটে প্রবেশ করে উদ্যোক্তারা এসএমই পুরস্কারের জন্য নিজের মনোনয়ন জমা দিতে পারবেন। অথবা এই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্র প্রিন্ট নিয়ে তা পূরণ করে জমা দেওয়া যাবে।