default-image

অন্য বছরের মতো ঘটা করে এবার প্রাক বাজেট আলোচনা করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আগামী অর্থবছরের প্রাক বাজেট আলোচনা হবে সীমিত পরিসরে। শুধু সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের ২ থেকে ৩ জন নেতা এনবিআরে এসে বাজেট প্রস্তাব দিয়ে যাবেন। এ নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ কম থাকবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নিয়েছে এনবিআর।

আজ রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এনবিআর মাসব্যাপী প্রাক বাজেট আলোচনার সময়সূচি দিয়েছে। গত ১৯ মার্চ প্রথম দিনের আলোচনা হয়েছে। আবার আগামীকাল সোমবার প্রাক বাজেট আলোচনা হবে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন প্রথম আলোকে বলেন, ‘সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া গণমাধ্যম কর্মীদের এসব বাজেট আলোচনা কভার না করার অনুরোধ করা হচ্ছে। প্রতিদিনের আলোচনা শেষে বাজেট প্রস্তাবসহ যাবতীয় তথ্য ইমেইল বা অনলাইনে গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে।’

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0