গাজীপুরের কোনাবাড়ীর জরুনে নিট কম্পোজিট প্রাঙ্গণে গত শনিবার কেয়া কসমেটিকস লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভীন, পরিচালক মাছুম পাঠান, নিরপেক্ষ পরিচালক ফয়েজউদ্দীন, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক আক্কাছ আলী পাঠান, কন্ট্রোলার অব অডিট এম মিরাজ হোসেন প্রমুখ। সভায় স্পনসর ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ বোনাস শেয়ার প্রদানের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।