ট্রান্সফাস্টে পাঠানো টাকা তোলা যাবে পদ্মা ব্যাংক থেকে
ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মাধ্যমে বিদেশ থেকে পাঠানো প্রবাসীদের অর্থ পদ্মা ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সরাসরি ওঠানো যাবে। পদ্মা ব্যাংক লিমিটেডের সঙ্গে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির অর্থ প্রেরণ চুক্তি সই হয়েছে।
আজ সোমবার পাঠানো এক বিবৃতিতে পদ্মা ব্যাংক জানায়, পদ্মা ব্যাংক ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির এ চুক্তির মাধ্যমে প্রবাসীদের অর্থ দ্রুত ও নিরাপদে ওঠানো যাবে। আজ সোমবার রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.এহসান খসরু এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ খাইরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসি একটি বিশ্বব্যাপী রেমিট্যান্স সেবা প্রদানকারী আমেরিকান প্রতিষ্ঠান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের রেমিট্যান্স সেবা প্রদান করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব, হেড অফ বিজনেস জাবেদ আমিন, সিএফও শরিফুল ইসলাম,হেড অফ রেমিট্যান্স মাসুদ রানা মজুমদারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।