ঢাকায় বাংলাদেশ খাদ্য উৎসব শুরু ১৩ ফেব্রুয়ারি
ঢাকার বিজয় সরণির বঙ্গবন্ধু নভোথিয়েটারের পাশে বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে ১৩ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী এক খাদ্য উৎসব শুরু হবে।
‘ভিভিড বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ফুড ফেস্ট’ শীর্ষক এই উৎসবের আয়োজন করছে। উৎসব সম্পর্কে জানা যাবে এই ফোন নম্বর ০১৬১৮৪৮৪৩২৩ ও www.facebook.com/events/804467232902626 ওয়েব পেজ থেকে।
প্রতিষ্ঠানটির পরিচালক তাসনিয়া আতিক বলেন, ‘ঢাকাবাসীকে অন্য রকম পয়লা বসন্ত ও রঙিন ভ্যালেন্টাইনস ডে উপহার দিতে আমরা এ উৎসব আয়োজনে ফেব্রুয়ারি মাসকে বেছে নিয়েছি।