মোহাম্মদ সামছুল হুদা, ব্যবস্থাপনা পরিচালক, গ্রেট ওয়াল সিরামিক

প্রথম আলো: করোনার ধাক্কা কতটা কাটিয়ে ব্যবসা কতটা ভালো হচ্ছে?

মোহাম্মদ সামছুল হুদা: আমরা শুরু থেকে ভোক্তার রুচি ও চাহিদার সমন্বয় করে টাইলস উৎপাদন করছি। সেই সঙ্গে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বাজারের ১০ শতাংশ দখল করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিদেশের বাজারেও টাইলস রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখছি। আমাদের কারখানার দৈনিক উৎপাদনক্ষমতা ৫৩ হাজার বর্গমিটার। তবে করোনায় ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আবার ব্যবসা ঘুরে দাঁড়াতে শুরু করে। সব মিলিয়ে করোনা-পরবর্তী ব্যবসা যা হচ্ছে, সেটিকে আশাব্যঞ্জক বলব। তবে মহামারির ধকল কাটিয়ে উঠতে একটু সময় তো অবশ্যই লাগবে।

প্রথম আলো: টাইলসের দেশীয় বাজার বছর বছর বড় হওয়ার কারণ কী?

মোহাম্মদ সামছুল হুদা: প্রতিবছর টাইলসের বাজার বড় হচ্ছে। তার কারণ, দেশের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও রুচির পরিবর্তন হচ্ছে। আবার উদ্যোক্তারাও সাহস করে শত শত কোটি টাকা বিনিয়োগ করছেন। কোম্পানিগুলোও মানসম্মত টাইলস উৎপাদন করছে। সে কারণে সিরামিক টাইলসের বাজার বড় হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের নেওয়া ব্যবসাবান্ধব নীতিসহায়তাও কাজে দিয়েছে।

প্রথম আলো: টাইলসের ভবিষ্যৎ কেমন দেখছেন?

মোহাম্মদ সামছুল হুদা: আমাদের প্রত্যাশা, দেশীয় উদ্যোক্তাদের ভূমিকা ও বাজারের চাহিদার কারণে টাইলসের উৎপাদন ও বাজারজাতকরণ ভবিষ্যতে আরও বাড়বে। ভবিষ্যতে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও ব্যাপকভাবে রপ্তানি করা সম্ভব হবে। সেই দিন আর দূরে নয়, যে দিন বাংলাদেশের টাইলস বিশ্ববাজারে অন্যতম সেরা হিসেবে সমাদৃত হবে।