বাংলাদেশ ও ডেনমার্কের বিনিয়োগ চুক্তি সই

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গতকাল বৃহস্পতিবার দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার এইচ জেনসেন এ চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান মার্টিন হারমেন উপস্থিত ছিলেন।এ বিনিয়োগ চুক্তিতে প্রথমবারের মতো বাংলাদেশের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে ডেনিশ উদ্যোক্তারা বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্প স্থাপনে এগিয়ে আসবেন। চুক্তিতে উভয় দেশের আইন ও নীতি অনুযায়ী বিনিয়োগ উত্সাহিত করা হয়েছে। এর ফলে শিল্প খাতে বিনিয়োগের ক্ষেত্রে উভয় দেশের স্বার্থ সমুন্নত থাকবে। খবর তথ্য বিবরণীর।শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ চুক্তি স্বাক্ষরের ফলে বর্তমানে বাংলাদেশে যে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে, তা আবারও প্রমাণিত হলো। এর ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য উন্নত দেশ বাংলাদেশে সরাসরি বিনিয়োগে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডেনিশ রাষ্ট্রদূত জানান, তাঁর দেশের উদ্যোক্তারা বাংলাদেশে জাহাজ নির্মাণ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানান। ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বরাবরই বাংলাদেশের অনুকূলে রয়েছে। ২০০৮ সালে বাংলাদেশ ডেনমার্কে প্রায় ২০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে একই অর্থবছরে ডেনমার্ক থেকে বাংলাদেশ চার কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।