বৃহত্তম লোটো আউটলেট ঢাকার রামপুরায়

ইতালিয়ান জুতোর ব্র্যান্ড লোটোর এশিয়ার বৃহত্তম আউটলেট এখন ঢাকার রামপুরায়। গতকাল বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রামপুরা বাজারে প্রায় ছয় হাজার বর্গফুট আয়তনের লোটোর এই ১১০তম আউটলেটটির উদ্বোধন করা হয়। ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা প্রধান অতিথি হিসেবে এই আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, বিপণন উপদেষ্টা এস কিউ হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি