ব্যাংক এশিয়ার অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট ব্যাংকের নিজস্ব ভবন কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।