ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৯ শতাংশ
ভারতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২১–২২ অর্থবছরের শেষ প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) মাত্র ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে সার্বিকভাবে অর্থাৎ চার প্রান্তিক মিলিয়ে দেশটি এই অর্থবছরে জিডিপিতে ৮ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছে। অবশ্য এর আগের ২০২০–২১ অর্থবছরে ভারতের অর্থনীতি তথা জিডিপিতে কোনো প্রবৃদ্ধি তো হয়ইনি, বরং বড় ধরনের সংকোচন ঘটেছিল, যা শতকরা হারে ৬ দশমিক ৬ শতাংশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয় ২০২১–২২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করে। এতে অবশ্য দেখা গেছে যে দেশটিতে টানা তৃতীয় ত্রৈমাসিকে অর্থনীতির গতি কমেছে। এই অর্থবছর শেষে সেই দেশের জিডিপি তথা অর্থনীতিতে সামগ্রিকভাবে ৮ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল।
আলোচ্য জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকে ভারতের কৃষি খাতের জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১ শতাংশ। তবে এই সময়ে উৎপাদন খাতে কোনো প্রবৃদ্ধি হয়নি, বরং তা শূন্য দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। একই সময়ে দেশটিতে জনপ্রশাসন, প্রতিরক্ষা ও অন্যান্য পরিষেবা—এসব সরকারি ব্যয়ের খাতগুলোয় ব্যয় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এটাকে অবশ্য ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয়।