২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রবিও আইফোন ৬এস প্লাস আনবে

গ্রামীণফোনের পর এবার দেশের বাজারে আইফোনের নতুন সংস্করণ আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস আনতে যাচ্ছে মুঠোফোন অপারেটর রবি। অপারেটরটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসছে নভেম্বর থেকে ক্রেতাদের হাতে আইফোনের সর্বশেষ এই সংস্করণ তুলে দেওয়া হবে। এ জন্য আগ্রহী ক্রেতাদের অগ্রিম ক্রয়াদেশ দিতে হবে। ২৩ অক্টোবর থেকে www.robi.com.bd ওয়েবসাইটে ভিজিট করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনে বাড়তি কিছু সুবিধা দেবে রবি। আইফোন সম্পর্কে জানতে www.apple.com/iphone সাইটটি ভিজিট করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি