রাশিয়ার আরও তিনটি প্রমোদতরি জব্দ ফ্রান্স ও ইতালিতে
রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞার অংশ হিসেবে দেশটির তিন ধনকুবেরের আরও তিনটি বিলাসবহুল প্রমোদতরি (সুপারইয়ট) বাজেয়াপ্ত করেছে ফ্রান্স ও ইতালি। তিনটি জাহাজের মধ্যে একটিকে দক্ষিণ ফ্রান্সের বন্দর নগরী মারসেইয়ের কাছ থেকে এবং অপর দুটিকে ইতালির ইমপেরিয়ার বন্দরে জব্দ করা হয়। খবর বিবিসি ও রয়টার্সের।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমে রাশিয়ার সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়নসহ পশ্চিমা মিত্রদেশগুলো। এসব দেশের বড় কোম্পানিগুলোও একে একে রাশিয়ায় ব্যবসা ও সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। রাশিয়াকে আরও চাপে ফেলতে পুতিনঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়ার অভিজাত ধনকুবেরদেরও নিষেধাজ্ঞার আওতায় আনতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। তারই অংশ হিসেবে এসব দেশে থাকা রাশিয়ার ধনকুবেরদের মালিকানাধীন প্রমোদতরির মতো বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান জব্দ করা হচ্ছে।
ফ্রান্সে আটক হওয়া ‘আমোর ভেরো’ নামের প্রমোদতরিটির মালিক রাশিয়ার ধনকুবের ও দেশটির জ্বালানি খাতের রাষ্ট্রীয় কোম্পানি রোসনেফটের প্রধান ইগর সেচিন। জরুরিভাবে ফ্রান্স ত্যাগের সময় দক্ষিণ ফ্রান্সের বন্দরনগরী মার্সেই থেকে জাহাজটিকে আটক করেন ফরাসি কাস্টমস কর্মকর্তারা।
বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারির পর প্রমোদতরিটির কর্তৃপক্ষ তাদের ডেবিট কার্ডগুলো আর ব্যবহার করতে পারছিল না। ফলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে উদ্যোগ নিচ্ছিল সেটি। খবর পেয়ে ফ্রান্সের কাস্টমস কর্মকর্তারা প্রমোদতরিটি জব্দ করে।
এদিকে রয়টার্স জানিয়েছে, ইতালিতে জব্দ হওয়া প্রমোদতরি দুটির মধ্যে একটির মালিক রাশিয়ার শীর্ষ ধনী আলেক্সি মোর্দাশভ। মোর্দাশভ রাশিয়ার ইস্পাত খাতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। তাঁর সম্পদের আনুমানিক মূল্য ২ হাজার ৯১০ কোটি মার্কিন ডলার। আর জব্দ হওয়া অপর প্রমোদতরিটির মালিক গেনাডি টিমচেঙ্কো তেল ব্যবসার সঙ্গে যুক্ত। টিমচেঙ্কোকে বিভিন্ন সময় নিকটতম সহযোগীদের একজন হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি পুতিন। দুটি প্রমোদতরিকেই ইমপেরিয়ার বন্দর থেকে জব্দ করে ইতালির পুলিশ।
এর আগে গত সপ্তাহে জার্মান কর্তৃপক্ষ রাশিয়ার আরেক ধনকুবের আলিশার উসমানভের মালিকানাধীন ৬০০ মিলিয়ন ডলারের একটি প্রমোদতরি জব্দ করে। এ খবর দিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। যদিও পরে সে তথ্য অস্বীকার করেছিল জার্মান কর্তৃপক্ষ।