রূপগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিক অনুমোদন পেল সিটি গ্রুপ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সিটি গ্রুপকে প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেজা।
বেজার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি গ্রুপের প্রতিষ্ঠান ‘পূর্বগাঁও ইকোনমিক জোন’কে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে এই অনুমোদন দেওয়া হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে লাইসেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানসহ বেজা ও সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেজা জানিয়েছে, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ৯৪ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে পূর্বগাঁও ইকোনমিক জোন, যা ভবিষ্যতে ১৫০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলে স্টিল মিলস, কেমিক্যালস ও সিরামিকশিল্প স্থাপন করা হবে।
ঢাকা-সিলেট মহাসড়কের অদূরে ও শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত হওয়ায় এ অর্থনৈতিক অঞ্চলে নৌপথ ও সড়কপথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। রাজধানী থেকে এটি ২৫ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এতে প্রায় ১১ হাজার লোকের কর্মসংস্থান হবে। আগামী পাঁচ মাসের মধ্যে সব ধরনের সমীক্ষার কাজ শেষে চূড়ান্ত লাইসেন্স পেলে সেখানে শিল্প নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ঢাকার কাছাকাছি হওয়ায় পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে। এই অর্থনৈতিক অঞ্চলের সম্ভাব্যতা সমীক্ষা ও পরিবেশগত প্রভাব সমীক্ষার কাজ দ্রুত শেষ করে চূড়ান্ত লাইসেন্স নিয়ে শিল্প নির্মাণের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ নিয়ে ২০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে প্রাথমিক অনুমোদন দিয়েছে বেজা। এর মধ্যে ১২টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে প্রায় ৪ বিলিয়ন বা ৪০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।