অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানতে শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানি জিলবাংলা সুগার মিলসের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে।
লেনদেন স্থগিত সংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়েছে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক কিছু লেনদেনের তথ্য নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণে ধরা পড়েছে। তাই জনস্বার্থে কোম্পানিটির লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেলেই এ সংক্রান্ত আদেশ ডিএসইতে পাঠানো হয়েছে। সেখানে কাল মঙ্গলবার থেকে কোম্পানিটির লেনদেন স্থগিত রাখতে বলা হয়।
‘জেড’ শ্রেণিভুক্ত এ কোম্পানিটির শেয়ারের দাম দুই মাসে পৌনে সাত গুণ বেড়েছে। গত ৯ জুলাই কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩১ টাকা ৬০ পয়সা। আর আজ সোমবার সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে ২১৩ টাকা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ শ্রেণিভুক্ত এ কোম্পানিটির শেয়ারের দাম দুই মাসে পৌনে সাত গুণ বেড়েছে। গত ৯ জুলাই কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩১ টাকা ৬০ পয়সা। আর আজ সোমবার সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে ২১৩ টাকা। আজও কোম্পানিটির শেয়ারের দাম ১৫ টাকা বেড়েছে।
১৯৮৮ সালের শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির ৫১ শতাংশের শেয়ারের মালিক সরকার। এটি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।