সনি ক্যামেরা ফেয়ার

.
.

চলছে ‘সনি ক্যামেরা ফেয়ার ২০১৬’। সনির সাইবার-শট ও হ্যান্ডিক্যাম নিয়ে গত বৃহস্পতিবার ‘সনি-র‍্যাংগ্স’ নামে পরিচিত র‍্যাংগ্স ইলেকট্রনিকস লি. ঢাকার জিগাতলার নিজস্ব শো-রুমে মেলার আয়োজন করে। এর উদ্বোধন করেন র‍্যাংগ্স ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) তানভীর হোসেন। মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সনি-র‍্যাংগ্সের সব বিক্রয়কেন্দ্রে এই মেলার সুযোগ-সুবিধা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি