সিএসইর নতুন সিইও আবদুল্লাহ মামুন

মোহাম্মদ আবদুল্লাহ মামুন সমপ্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। আবদুল্লাহ মামুন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির বিজনেস স্কুল এবং মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত কার্টেইন ইউনিভার্সিটি অব টেকনোলজি, অস্ট্রেলিয়ার ফ্যাকাল্টি হিসেবে কাজ করেন। তিনি ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। করপোরেট প্রতিষ্ঠানে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তবে পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ১৮ বছর শিক্ষকতা করেন। তিনি বেলজিয়ামের ভ্রিজি ইউনিভার্সিটি ব্রাসেলস (ভিইউবি) থেকে এমবিএ এবং ২০০৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বিষয়ে পিএইচডি অর্জন করেন তিনি। বিজ্ঞপ্তি।