সিটি করপোরেশন এলাকায় সর্বনিম্ন কর (পাঁচ হাজার টাকা) কমানোর প্রস্তাব দিয়েছে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে ইআরএফ এই প্রস্তাব দিয়েছে। এ ছাড়া পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের করহার অন্য প্রতিষ্ঠানের চেয়ে ৫ শতাংশ কমানোর প্রস্তাবও করা হয়েছে।
ইআরএফের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। অন্যদিকে প্রাক্–বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো কর বা মূল্য সংযোজন করে ছাড় দেওয়ার জন্য এনবিআরকে চাপ দেয়। এসব সংস্থা মনে করে, রাষ্ট্রের অর্থ কেন সরকারি একটি সংস্থার কাছ থেকে আরেক সংস্থার কাছে যাবে। এনবিআর চেয়ারম্যান বলেন, এমন সরকারি সংস্থাগুলোকে উসকানি দেওয়া তাঁর উদ্দেশ্য নয়, তবে সমাজে কর দেওয়ার সংস্কৃতি থাকা উচিত।
ইআরএফ বাজেট প্রস্তাবে বলেছে, বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে, এই মুহূর্তে দেশে করযোগ্য মানুষ অন্তত দুই কোটি। করযোগ্য নাগরিকদের সংখ্যা নিয়ে এই বিভ্রান্তি দূর করতে কিংবা দেশে করযোগ্য প্রকৃত নাগরিকের সংখ্যা নিরূপণে এনবিআরের ব্যাপকভিত্তিক জরিপ চালানোর সুপারিশ করেছে তারা। এ ছাড়া বিদেশি নাগরিকদের করের আওতায় আনার সুপারিশও করা হয়েছে। ব্যবসায়ীরা যেন কর ফাঁকি দিতে না পারেন ও টাকা পাচার রোধে অটোমেশন ও কঠোর নজরদারিতে জোর দেয় ইআরএফ।
ইআরএফ আরও বলেছে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, দেশে খুচরা ব্যবসায়ীর সংখ্যা ২০ লাখের বেশি। এসব ব্যবসাপ্রতিষ্ঠানের বড় অংশই করের নিয়মকানুন মানে না। তাদের বড় অংশ ভ্যাট দেয় না। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় আনার সুপারিশ করেছে ইআরএফ।