default-image

এসিআই মোটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে বুশরা মোটরস সিলেটে তার যাত্রা শুরু করল।

সিলেটর নাইয়রপুলে অবস্থিত ফোটনের ওই শোরুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংশের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিকআপসহ অন্য সকল ভারী যান এই শোরুমে পাওয়া যাবে। ফোটন শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক একাত্তরের সম্পাদক ও সিলেট চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক নজরুল ইসলাম, এসিআই মোটরসের সেলস ডিরেক্টর আজম আলী, বিজনেস ম্যানেজার মুনেম শাহরিয়ার, ডিলার আবুল কালাম আজাদ, এসিআই মোটরসের অন্যান্য কর্মকর্তা, অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।

বাংলাদেশে ফোটনের সব ধরনের বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মোটরস এই বছরে গাড়ির বিক্রি শুরু করে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0