ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা হাভাল এসইউভি ব্র্যান্ডের গাড়ি কিনলে আকর্ষণীয় অর্থায়ন সেবা পাবেন। সম্প্রতি হাভাল বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংক এ–সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি সই করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির অধীনে গ্রাহকেরা তিন বছর অথবা এক লাখ কিলোমিটারের জন্য ওয়ারেন্টি পাবেন। সঙ্গে তিনটি সম্পূরক জরুরি মোবাইল সেবা (ইএমএস) পাবেন। বাংলাদেশে হাভালের পরিবেশক এইস অটোস থেকে এই সুবিধা নিতে পারবেন ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা।