হাসপাতালে বিনা মূল্যে পিপিই সরবরাহ করবে ইউএস-বাংলা
করোনাভাইরাসের কারণে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের সুরক্ষায় দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। এই ভাইরাসের প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত চীন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তৈরি পিপিই এই বেসরকারি বিমান সংস্থার নিজস্ব উড়োজাহাজে আনা হবে।
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকরা ইউএস বাংলার হটলাইন নম্বর ০১৯২৯ ৪১৭৩০৬ -এ ফোন করে পিপিই–র চাহিদা জানালে ইউএস-বাংলা এয়ারলাইনস সরবরাহ করবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমদানিকৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটারসহ চিকিৎসা সামগ্রী ইউএস-বাংলা চীন থেকে বিনা মূল্যে পরিবহন করছে।