দেশে ১৪ বছরের কম বয়সের শিশুদের কাজে যোগদান নিষিদ্ধ করার আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে সরকার। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ–সংক্রান্ত ১৩৮ নম্বর কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ।
সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর সদর দপ্তরে গতকাল স্বাক্ষর করা কনভেনশনের অনুসমর্থনপত্রটি সংস্থাটির মহাপরিচালক গাই রাইডারের হাতে তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এর মাধ্যমে আইএলওর সব কটি মৌলিক কনভেনশনে অনুসমর্থন করল বাংলাদেশ। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে জবরদস্তিমূলক শ্রমসংক্রান্ত আইএলও কনভেনশন, ১৯৩০-এর প্রটোকল ২০১৪ অনুসমর্থন করেছে। এখন কনভেনশন ১৩৮ অনুসমর্থনের মাধ্যমে সব মৌলিক কনভেনশন এবং এ–সংক্রান্ত প্রটোকল অনুসমর্থন করল।’
বর্তমান প্রধানমন্ত্রী শোভন কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘১৯৭২ সালে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আইএলওর ৫টি মৌলিক কনভেনশনসহ ২৯টি দলিলে অনুসমর্থন করে। সরকার আইএলও শ্রমমান বজায় রাখতে সব সময় অঙ্গীকারবদ্ধ।’
‘বাংলাদেশ ইতিমধ্যে জবরদস্তিমূলক শ্রমসংক্রান্ত আইএলও কনভেনশন, ১৯৩০-এর প্রটোকল ২০১৪ অনুসমর্থন করেছে। এখন কনভেনশন ১৩৮ অনুসমর্থনের মাধ্যমে সব মৌলিক কনভেনশন এবং এ–সংক্রান্ত প্রটোকল অনুসমর্থন করল।’
শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী, সব খাত থেকে শিশুশ্রম নিরসন করা হবে। সম্প্রতি সরকার নতুন করে আরও পাঁচটি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ খাত হিসেবে ঘোষণা করেছে।