আরফান আলী

ব্যাংকগুলোতে আমানত রয়েছে। এর বড় একটা অংশ প্রাতিষ্ঠানিক আমানত। আগামী ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট প্রতিষ্ঠানগুলোর ব্যাংকে রাখা আমানতের ওপর ২০ শতাংশ উৎসে কর কেটে রাখার প্রস্তাব করা হয়েছে, যা আগে ছিল ১০ শতাংশ। উৎসে কর বাড়ানোর কারণে ব্যাংকগুলোতে করপোরেট আমানতে ধাক্কা লাগতে পারে। এতে আমানত কিছুটা কমারও আশঙ্কা রয়েছে।

পাশাপাশি বাজেটে পাঁচ কোটি টাকার বেশি স্থিতির ওপর আবগারি শুল্ক ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এতে আমানত কমলেও ধনীদের ওপর সরকারের শুল্ক বাড়ানোটা ভালো উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

ক্রেডিট কার্ড ও ঋণ পাওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শর্ত আরোপ করাটাও বাজেটের ভালো দিক। তবে যেসব কম আয়ের গ্রাহকের ক্রেডিট কার্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে। না হলে ক্রেডিট কার্ডের প্রবৃদ্ধি মন্থর হয়ে যেতে পারে।

প্রায় দুই বছরের ধাক্কা কাটিয়ে বেসরকারি খাত নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ সময়ে ব্যাংক খাত থেকে ঋণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অনেক বেশি। সরকার এত বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। তবে সবকিছু নির্ভর করবে সরকার কত ঋণ নেয়, তার ওপর। কারণ, চলতি অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে খুব বেশি ঋণ নেয়নি।

বাজেটে ডিজিটাল ব্যাংক ও ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণাটি সময়োপযোগী পদক্ষেপ। সামনের দিনে অর্থনীতি যেদিকে যাবে, তার জন্য এই পদক্ষেপের বিকল্প নেই। সরকার যেহেতু ২০২৬ সালের মধ্যে সবার জন্য ব্যাংক হিসাব নিশ্চিত করতে চায়, সেহেতু ডিজিটাল ব্যাংক এলে এই কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

ব্যাংকের আমানত ও ঋণের নির্দিষ্ট সুদহার এখনই উঠিয়ে দেওয়া ঠিক হবে না। কারণ, আমরা এখনো বিপদ কাটিয়ে উঠতে পারিনি। এ সময়ে ব্যাংকগুলোর দক্ষতা দেখানোর সময় এসেছে। যারা দক্ষতার সঙ্গে কম খরচে ব্যাংক চালাতে পারবেন, তারাই ভালোভাবে টিকে থাকবেন। যারা কল মানি বাজার থেকে টাকা নিয়ে ঋণ দিয়েছে, তা–ও আবার ৭-৮ শতাংশ সুদে, তারা বিপদে পড়ে গেছে। এটি কোনো ব্যাংকিং নিয়মের মধ্যেও পড়ে না। যেনতেনভাবে যে ব্যাংকিং করা যায় না, এটা এখন অনেক ব্যাংক ভালোভাবে টের পাচ্ছে।

বাজেটে বিদেশ থেকে অর্থ ফেরত আনার যে উদ্যোগ নিয়েছে, তা বেশ ভালো। পাচার হওয়া টাকার মালিক বাংলাদেশ। সে জন্য ওই অর্থ দেশে ফেরানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয়। দেশের সম্পদ দেশে ফিরে এলে ভালো হবে। তবে নৈতিকভাবে অনেকে এটাকে সমর্থন করতে পারছেন না।