জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ % হতে পারে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক বলছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ % হতে পারে। তবে ভোগ বৃদ্ধি ও রপ্তানি বাড়ার ওপর তা নির্ভর করছে।
আজ মঙ্গলবার সকালে বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মূল বক্তব্য দেন।