default-image

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) উন্নত সংস্করণ স্থাপনের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সব ধরনের সেবা তিন দিন বন্ধ থাকবে। আগামী ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত ব্যাংকটির সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। এর মধ্যে ১ এপ্রিল বৃহস্পতিবার ও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিবিএসে ডেটা মাইগ্রেশন সম্পাদনের জন্য তিন দিন ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংক আগে প্রচলিত ধারার ব্যাংকিং সেবা দিত, এখন তা নাম পরিবর্তন করে পুরোপুরি ইসলামি ধারার সেবায় যুক্ত হয়েছে। এ জন্য সিবিএসও পরিবর্তন করছে। গ্রুপটির সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা এখন ইসলামি ধারার।

বিজ্ঞাপন
ব্যাংক থেকে আরও পড়ুন
মন্তব্য করুন